Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বিল বোকড়
Location
১৫ নং কুলটিয়া ইউনিয়ন, মনিরামপুর, যশোর।
Transportation
যশোর জেলার মনিরামপুর উপজেলার ১৫ নং কুলটিয়া ইউনিয়ন পরিষদের উত্তর পার্শ্বে এই বিলটি দেখতে পাওয়া যাবে।
Details

বিলবোকড়ঃ বাংলাদেশের যে সকল বিল রয়েছে তাদের মধ্যে এটি বৃহত্তের দিক দিয়ে সুনাম ধন্য। এই বিলটি বাংলাদেশের ডাকাতিয়া বিল, চলন বিল এর মত বৃহত্তর। এই বিলটি যশোর জেলার মনিরামপুর ও অভয়নগর উপজেলা সংযোগে অবস্থিত। এখানে ১০০ শত, থেকে ২০০ শত বিঘা জমি নিয়ে ঘের তৈরি করা হয়েছে। এখানে ১০ বছর আগে কোন ফসল হত না। সারা বছর পানিতে ভরা থাকত। এখন মাছ চাষ করে অনেকে লক্ষ-লক্ষ টাকা উপার্জন করছে আবার এর মধ্যে অনেকে কোটিপতিও হচ্ছে।