History
<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: 18px;">হেলারঘাট স্মশ্নন এর সংক্ষিপ্ত বর্ণনাঃ</span></span></p><p style="text-align: justify;">কুটিয়া ইউনিয়নটি একটি হিন্দু অদ্ধুষিত ইউনিয়ন। এখানে একত্রিতিংশ হিন্দু বাকি অন্যান্য সম্প্রদায় বসবাস করে। এটি বাংলাদেশে এবং বাইরে ছিয়ানব্বই নামে পরিচিত। এই জন্য স্মশানটিতে বহু মৃত ব্যক্তির সৎকার করা হয়ে থাকে। এই স্মশানটিতে প্রতিদিনেই এক-দুই জন এমনটি ৫ থেকে ৬ জন পর্যন্ত মৃত ব্যক্তির সৎতার করা হয়ে থাকে। এখানে চৈত্র মাসের একটি দিন বারুনির স্নান নামে একটি স্নান উৎসব করা হয়। ঐ দিন সংস্কৃতিক ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।</p>