Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
পোড়াডাঙ্গা বাজার জামে মসজিদ
label.image.title
Institute Type

Head Of The Institute
মোঃ শওকত মোড়ল
Designation
সভাপতি
Mobile
01912154395
Address
যশোর থেকে বাস যোগে মনিরামপুর উপজেলাতে এসে মেইন রোড থেকে পূর্ব দিকে মনিরামপুর থেকে কুলটিয়া রোডে আসতে হবে। এ রোড়ে কাঠগোলার মোড় হয়ে পোড়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ এ এসে পোড়াডাঙ্গা জামে মসজিদটি দেখতে পাওয়া যাবে।
History

এক সময় ১৫ নং কুলটিয়া ইউনিয়নে একমাত্র বাজার হিসাবে পোড়াডাঙ্গা বাজার ছিল। যেখানে এলাকার জনগণ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয় করত। কিন্তু উক্ত বাজারটিতে মসজিদ না থাকায়  মুসলিম ভায়েরা নামাজ আদায়ে বেশ অসুবিধায় পড়তেন। উক্ত সময়ে কিছু সেনাবাহীনি পোড়াডাঙ্গা বাজার সংলগ্ন বাগানে ট্রেনিং এর জন্য আসে। এবং বর্তমানে যে মসজিদটি আছে সেখানে অস্থায়ীভাবে নামাজ আদায়ের জন্য মুসলিম ভাই সহ সেনাবাহিনীর সৈন্যগণ নামাজ আদায় শুরু করে। আর কালের পরিবর্তনের সাথে সাথে মসজিদটির উন্নতি হতে থাকে। বর্তমানে মসজিদটিতে ১৫০-২০০ জন একসাথে নামাজ আদায় করতে পারে।