Title
আম্রঝুটা সার্ব জনীন কালী মন্দির
History
<p>আম্রঝুটা সার্ব জনীন কালী মন্দিরটি বহু পুরাতন একটি ধর্মীয় প্রতিষ্ঠান। লোকমূখে কাহিনী আছে যে এই মন্দিরটির ওঁ শ্রীঅনিক কুমার হালদার এর পিতা ওঁ শ্রী শীতল কুমার হালদার ১৫০ বছর পূর্বে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কালের বিবর্তনে এখানে নতুন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। পুরাতন স্মৃতি হিসাবে একটি বটবৃক্ষ ও একটি জিয়েল গাছ আছে যেখানে প্রতিদিন ও সপ্তাহের একটি দিন ঈশ্বর প্রেমী ভক্ত উপস্থিত হয়ে কির্ত্তনাদি পরিবেশন করে থাকেন।</p>