নানা ফসল সহ মাছ চাষের ঘের সহ বিলবোকড়। এই বিলটিতে নানা প্রজাতীর মাছ পাওয়া যায়। যা দিয়ে এলাকাবাসী জীবিকা নির্বহ করে খাকে এবং শহর অঞ্চলে বিক্রয় করা হয়ে থাকে। বাংলাদেশে যে সকল বিল রয়েছে তাদের মধ্যে এটিও একটি বৃহত্তম বিল। এখানে প্রচুর সম্পদ রয়েছে। এই বিলের এক ধার থেকে অন্য ধার দেখা যায় না। এখানে অনেক ঘের রয়েছে। ১২০০ থেকে ১৬০০ বিঘা জমি নিয় এসকল ঘের মাছ চাষের জন্য করা হয়েছে। এই বিলটি নদির সাথে সংযোগ করা আছে যার কারণে সারা বছর পানি থাকে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস