Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্পের নাম
কাবিখা- ১ম
বিস্তারিত

রাস্তা সংস্কার, মাটি দ্বারা ভরাট ও কালভার্ড নির্মন।

প্রকল্প শুরু
24/04/2024
শেষের তারিখ
23/05/2023
প্রকল্পের ধরণ
কাবিখা
label.Details.title

রাস্তা সংস্কার, মাটি দ্বারা ভরাট ও কালভার্ড নির্মন।

কাজের বর্ননা

ইউনিয়ন পরিষদ কার্যালয়

১৫ নং কুলটিয়া ইউনিয়ন পরিষদ

মনিরামপুর, যশোর।

২১/০৪/২০২৪ তারিখে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী কমিটির সভার কার্যবিবরনী

সময় : সকাল ১০.০০ ঘটিকায়

সভার স্থান: ইউনিয়ন পরিষদ সভাকক্ষ

সভাপতি: শেখর চন্দ্র রায়, চেয়ারম্যান, ১৫ নং কুলটিয়া ইউনিয়ন পরিষদ, মনিরামপুর, যশোর।

সভায় উপস্থিত ও অনুপস্থিত সদস্যদের নামের তালিতা পরিশিষ্ঠ-ক


ক্রমিক

নাম

পদবী

স্বাক্ষর

০১

শেখর চন্দ্র রায়

চেয়ারম্যান

স্বাক্ষরিত

০২

নিলিমা বিশ্বাস

ইউপি মহিলা সদস্য


০৩

মোছাঃ নাজমিন নাহার শান্তা

ইউপি মহিলা সদস্য

স্বাক্ষরিত

০৪

বিদ্যুৎ বৈরাগী

ইউপি সদস্য

স্বাক্ষরিত

০৫

উদয় মন্ডল

ইউপি সদস্য


০৬

হিমাদ্রী মন্ডল

ইউপি সদস্য

স্বাক্ষরিত

০৭

পরিমল কান্তি ধর

ইউপি সদস্য


০৮

কালিদাস মন্ডল

ইউপি সদস্য

স্বাক্ষরিত

০৯

বিল্লাল মোড়ল

ইউপি সদস্য

স্বাক্ষরিত

১০

দিলীপ কুমার সিংহ

ইউপি সদস্য

স্বাক্ষরিত

১১

মোঃ আঃ রউুফ

ইউপি সদস্য


১২

মোঃ মফিজুর রহমান

ইউপি সদস্য

স্বাক্ষরিত

১৩

তুষার কান্তি দাঁ

ইউপি সচিব

স্বাক্ষরিত


আলোচ্য সূচীঃ ২০২৩-২০২৪ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসূচি (ইজিপিপি) ২য় পর্যায়ের উপকারভোগীদের তালিকা,  প্রকল্প তালিকা ও প্রকল্প বাস্তবায়ন কমিটি দাখিল প্রসঙ্গে।

১। অদ্যকার সভা ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য কর্মসূচি (ইজিপিপি) কমিটির সভাপতি ও সম্মানিত ইউপি চেয়ারম্যান জনাব, শেখর চন্দ্র রায় মহোদয়ের সভাপতিত্বে আরম্ভ হয়। সভার শুরুতে জনাব সভাপতি মহোদয় উপস্থিত সকলকে স্বাগত জানান।

২। সভায় জনাব সভাপতি মহোদয় স্মারক নং  ৫১.০১.৪১৬১.০০০.৯৬.১৩৫.২৪-৩০৮ তারিখ- ০১-০৪-২০২৪ ইং  পত্রখানি পাঠ করে শুনান। পত্রের বিষয়বস্তু অনুসারে ২০২৩-২০২৪ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসূচি (ইজিপিপি) ২য় পর্যায়ের উপকারভোগীদের তালিকা,  প্রকল্প তালিকা ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনের প্রস্তাব রাখেন এবং সভাপতি মহোদয় বলেন যে, ১১৯ জন উপকাভোগীর বরাদ্দ পাওয়া গিয়াছে। উক্ত প্রস্তাবের উপর উপস্থিত সদস্যগণ বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে তাহারা সর্ব সম্পতিক্রমে নিন্মলিখিত প্রকল্প   ও প্রকল্প বাস্তবায়ন কমিটি গ্রহণ করেন।

২০২৩-২০২৪ অর্থ বছরের অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ২য় পর্যায়ের বাস্তবায়ন যোগ্য প্রকল্প তালিকা ও প্রকল্প বাস্তবায়ন কমিটি।

প্রকল্পের নামঃ                                                                (১,২ ও ৩ নং ওয়ার্ড)

১) হাটগাছা সঞ্জিত মল্লিকের বাড়ি হতে সুপদ মল্লিকের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার।

২)  বাজেকুলটিয়া বটতলা মন্দির হইতে মুকুল মন্ডলের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার।

৩। কুলটিয়া অনুপ বিশ্বাসের বাড়ি হইতে মান্দার দাসের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার।

৪। লখাইডাঙ্গা বিকাশ বিশ্বাসের বাড়ি হইতে তাপস রায়ের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার।

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ

ক্রমিক নং

সদস্যদের নাম

পরিচয়

কমিটিতে পদবী

০১

হিমাদ্রী মন্ডল

ইউপি সদস্য

সভাপতি

০২

নীলিমা বিশ্বাস

ইউপি মহিলা সদস্য

সদস্য সচিব

০৩

রমেশ চন্দ্র মন্ডল

গন্যমান্য

সদস্য

০৪

মদন মোহন চক্রবর্তী

শিক্ষক

সদস্য

০৫

পলাশ বিশ্বাস

সমাজ সেবক

সদস্য


প্রকল্পের নামঃ                                                             ( ৪,৫ ও ৬ নং ওয়ার্ড)

১। পোড়াডাঙ্গা হারান বিশ্বাস এর বাড়ী হইতে বিধান মন্ডল এর বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।

২। পোড়াডাঙ্গা গোলক বিশ্বাস এর বাড়ী হইতে শ্রীনদী পর্যন্ত রাস্তা সংস্কার।

৩। সমেশ্বর মন্ডল এর বাড়ি হতে চিত্ত ধর এর বাড়ি অভিমূখে গাবরডাঙ্গা উদয় ঘোষ এর বাড়ি থেকে মর্জিনা মোড় এবং আলীপুর মোড় হতে এ.জি.এম নিন্ম মাধ্যমিক বিদ্যালয় অভিমূখে রাস্তা মাটি দ্বারা সংস্কার।

৪। কবির মোড়লের বাড়ি হইতে আলম মোড়লের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার।

৫। আড়সিংগাড়ী আক্তার মোল্লার বাড়ি হইতে হরিণকাটা বটতলা পর্যন্তা রাস্তা সংস্কার।

প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ

ক্রমিক নং

সদস্যদের নাম

পরিচয়

কমিটিতে পদবী

০১

পরিমল কান্তি ধর

ইউপি সদস্য

সভাপতি

০২

রমা রানী দত্ত

ইউপি মহিলা সদস্য

সদস্য সচিব

০৩

অশোক মন্ডল

গন্যমান্য

সদস্য

০৪

প্রশান্ত কুমার বিশ্বাস

শিক্ষক

সদস্য

০৫

প্রভঞ্জন কবিরাজ

সমাজ সেবক

সদস্য

 

প্রকল্পের নামঃ                                                            ( ৭,৮ ও ৯ নং ওয়ার্ড)

১) আম্রঝুটা মহাশ্মশান মাটি দ্বারা  সংস্কার।

২) সাতগাতি বাদামতলা ঈদগাহ রাস্তা হতে ভুট্টোর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার।

৩। ডাঙ্গামহিষদিয়া হাশেম সর্দারের বাড়ি হইতে  বিমল মন্ডলের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার।

৪। ডাঙ্গামহিষদিয়া পশ্চিম পাড়া ঈদগাহের মাঠ মাটি দ্বারা সংস্কার।

৫। ডাঙ্গামহিষদিয়া হাশেম সর্দার এর বাড়ী হতে বিমল মন্ডল  এর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার

 

নন-ওয়েজ প্রকল্পঃ

১। ডাঙ্গামহিষদিয়া রাজু সরদার এর বাড়ির পাশে রাস্তায় U- Drain  নির্মান।

ক্রমিক নং

সদস্যদের নাম

পরিচয়

কমিটিতে পদবী

০১

মোঃ মফিজুর রহমান

ইউপি সদস্য

সভাপতি

০২

নাজমিন নাহার শান্তা

ইউপি মহিলা সদস্য

সদস্য সচিব

০৩

খালেদ মাহমুদ রহমত

সমাজ সেবক

সদস্য

০৪

সুভাষ সিংহ

শিক্ষক

সদস্য

০৫

গনেশ ভট্টাচার্য্য

গন্যমান্য

সদস্য


সিদ্ধান্ত:

ক) সরকার প্রদত্ত নিতিমালা অনুসারে উপকারভোগীর নামের তালিকা , প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন কমিটি গঠন করা হবে ।

খ) ২০২৩-২০২৪ এর ২য় পর্যায়ের অনুমোদিত  উপকারভোগীর নামের তালিকা পূণরায় অনুমোদন করা হলো। তবে কোন উপকারভোগী মৃত্যু বরণ করলে, অন্যত্র অবস্থান করলে এবং কাজ করতে অনীহা প্রকাশ করলে তার নাম পরিবর্তন করা যাবে।


        ৩। অতঃপর আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।




                      

(শেখর চন্দ্র রায়)

চেয়ারম্যান

১৫ নং কুলটিয়া ইউপি

মনিরামপুর, যশোর।


ডাউনলোড